ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহবানে- কর্ম বিরতি ও অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন।

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
নভেম্বর ২১, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহবানে- কর্ম বিরতি ও অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন।

আজ ২১ শে নভেম্বর শুক্রবার, ঠিক দুপুর একটায়, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আওহানে, শিয়ালদা স্টেশনের কাছ থেকে কয়েকশো পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডরিনা ক্রসিং এ উপস্থিত হন এবং ধর্মতলা ডরিনা ক্রসিং এ বিক্ষোভ দেখাতে থাকেন, পরে প্রশাসনের মধ্যস্থতায় বিক্ষোভ মিছিল ওয়াই চ্যানেলে গিয়ে উপস্থিত হয় এবং ডেপুটেশন দিতে যান।

এই মঞ্চ, সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে শিক্ষক, পঞ্চায়েত, পৌরসভা, মাদ্রাসা, শিক্ষাবন্ধু কর্মচারী সংগঠন গুলোর যৌথ মঞ্চ। যাহারা পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে থাকেন।

এই মিছিলে উপস্থিত ছিলেন মনোরঞ্জন মন্ডল , শামীম আখতার ,পরিমল ব্যানার্জি, শংকর সরকার সহ অন্যান্যরা।

বেশ কয়েকটি দাবি নিয়ে তারা স্লোগান দিতে দিতে মিছিল ডরিনা ক্রসিংয়ে এসে উপস্থিত, এবং সেখানে রাস্তা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে।, এবং তাদের সহিত কথা বলতে হবে। হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নচেত মুখ্য সচিব শ্রী মনোজ পন্থকে, আর যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেয়, আমরা বাধ্য হব পথ অবরোধ করতে এবং হোয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করতে। আমরা চাই প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করুক এবং কুড়ি মিনিটের মধ্যে আমাদের দেখা করার ব্যবস্থা করে দিতে।

বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ডরিনা ক্রশিং এ, সমস্ত শিক্ষকরা বসে পড়েন কিছুক্ষণ, তাহারা একটা কথাই বলেন, আমরা প্রশাসনের সাথে বিরোধ করতে চাই না বা খারাপ ব্যবহার করতে, আমরা জানি এইটা জনবহুল রাস্তা, পথ চলতি মানুষ আটকে পড়বেন, আমরা বাধ্য হয়েছি, এটা করতে, কারণ কয়েকশো ডেপুটেশন নবান্নে জমা পড়েছে তার কোন সদ উত্তর দেননি, তাই আজ অবরোধ করতে বাধ্য, আমরা শিক্ষক হয়ে কখনই বেশিক্ষণ রাস্তা অবরোধ করে রাখতে চাই না, তাই আমরা কুড়ি মিনিট ধার্য করেছি, প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে দেখা করার সুযোগ করে দিক।

আজ আমরা কুড়ি থেকে 25 বছর ধরে শিক্ষকতা করছি, আমাদের মাইনে 8 থেকে 13 হাজার টাকা, এতে কি একটা সংসার চলে, এখনকার দব্য মূল্য বৃদ্ধির বাজারে একজনের হাত খরচা বলে উল্লেখ করেন।, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী আমাদের কোনরকম ব্যবস্থা নেননি, আজ অনাহারে কাটাচ্ছি, তবুও আমরা আন্তরিকতার সাথে কাজ করে চলেছি। শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করছি,

মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেয়া সহায় বলেছিলেন আমি ধাপে ধাপে সকলকে স্থায়ী করে দেব।, আজ এত বছর রাজত্বেও আমাদের কিছুই করেননি। তাই আমরা আর কোন কথা শুনবো না, তাই আমাদের দাবি মানতে হবে নচেৎ আমরা ওয়াল চ্যানেলে বিক্ষোভ সমাবেশ করবো। দেখব কিভাবে ওয়াই চ্যানেল থেকে আমাদের তুলে দিতে পারে। কিছুক্ষণ প্রশাসনের সাথে আলোচনার পর, যদিও তারা হোয়াই চ্যানেলে উঠে যান কিন্তু একটাই শর্ত আমাদের সাথে দেখা করতে না দিলে আমরা ওয়াই চ্যানেলে বসে থাকবো দিনরাত। এবং বিকাশ ভবনের সমস্ত ব্যবস্থাকে এখানে তুলে আনব

আমাদের দাবী সমূহ,

১.৩.২০২৪,‌এর অর্ডার মেমো নং – ১০৯১-F, (p2,) অনুযায়ী সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধি ঘোষণা করতে হবে।

নিয়োগ থেকে সকলের ইপিএফ চালু করতে হবে,

সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সহিত নিয়োগ করতে হবে,

সব শিশুর শিক্ষার অধিকার রক্ষা করতে হবে।,

রক্ষা করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে

নিয়োগ বিজ্ঞপ্তি channel s7 : দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01711-650501, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: channels7bd2025@gmail.com shahinsalman99@gmail.com ashiskumarsaha90@gmail.com     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!